পশ্চিমবঙ্গে বোরকা পরায় মুসলিম নারীকে শপিং মলে ঢুকতে বাধা

0
739
পশ্চিমবঙ্গে বোরকা পরায় মুসলিম নারীকে শপিং মলে ঢুকতে বাধা

ভারতের পশ্চিমবঙ্গে বোরকা পরায় শপিং মলে ঢুকতে বাধা দেওয়া হল এক মুসলিম নারী ও তার মেয়েকে। এ ঘটনায় স্থানীয় রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী।

জানা গেছে, রামপুরহাট পৌরসভার ভাড়শালার মুসলিম পাড়ার বাসিন্দা সামিনা বেগম, তার মেয়ে ও চার আত্মীয় মিলে সোমবার রাত ৮ নাগাদ রামপুরহাট দেশ বন্ধু রোডের একটি অত্যাধুনিক শপিং মলে যান।

কিন্তু অন্যান্য আত্মীয়দের ঢুকতে দেওয়া হলেও সামিনা বেগম ও তার মেয়েকে ঢুকতে বাধা দেওয়া দেয় মল কর্তৃপক্ষ।

তাদের জানানো হয়, এখানে বোরকা এলাওড না। তারা বাড়ি ফিরে যাওয়ার পর ওই ভদ্র মহিলার স্বামী কাউসার শেখ তাদের ফের শপিং মলে পাঠান। ফের তাদের একইভাবে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় মাস্ক পরে আসতে।

মহিলাটি বলেন, বোরকা মুসলিম নরাীদের ধর্মীয় লেবাস। তাই এভাবে বাধা দেওয়া যায় না। তাহলে বোরকা পরলে শপিং মলে যাওয়া যাবে না? আমি চাই, এভাবে যেন কাউকে অপমানিত হতে না হয়। উনি কি করে জানলেন যে বোরকার নিচে মাস্ক নেই? আর বোরকা থাকলে মাস্কের কী দরকার?

সূত্র: পুবের কলম

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে বেকার হচ্ছেন তরুণেরা
পরবর্তী নিবন্ধপ্রস্তুতিহীন বাংলাদেশের পেঁয়াজে ভারতের ‘আগুন’