বাগলান ও পাকতিয়া প্রদেশে মুরতাদ কাবুল বাহিনীর উপর পৃথক ২টি হামলা চালিয়েছেন তালেবান মুজাহিদিন। এতে মুরতাদ বাহিনীর ৩০ সৈন্য নিহত ও আহত হয়েছে।
বিস্তারিত রিপোর্ট অনুযায়ী, আল-ফাতাহ অপারেশনের ধারাবাহিতায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদিন আফগানিস্তানের বাগলান প্রদেশের পুলখামারী জেলার পৃথক কয়েকটি স্থানে সফল অভিযান পরিচালনা করেছেন।
৪ অক্টোবর রবিবার মুজাহিদদের পরিচালিত এসকল হামলায় মুরতাদ কাবুল বাহিনীর অন্ততপক্ষে ২৭ সৈন্য নিহত ও আহত হয়েছে। ধ্বংস করা হয়েছে মুরতাদ বাহিনীর সামরিক বহরের ২২টি ট্যাঙ্ক ও অন্যান্য সামরিকযান।
অপরদিকে পাকতিয়া প্রদেশের সৈয়দ-করম জেলায় মুজাহিদদের হামলায় নিহত হয়েছে মুরতাদ কাবুল বাহিনীর ৩ সৈন্য। ধ্বংস করা হয়েছে মুরতাদ বাহিনীর ১টি গাড়ি।