হুররাস আদ-দীনের আরো একজন সিনিয়ন নেতাকে গ্রেফতার করলো এইচটিএস

1
975
হুররাস আদ-দীনের সিনিয়র দায়িত্বশীল গ্রেফতার

আল-কায়েদা সিরিয়ান শাখা তানযিম হুররাস আদ-দীনের উপরের সারির দায়িত্বশীল শাইখ আব্দুর-রহমান আল মাক্কিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। রবিবার ইদলিব শহর থেকে তাঁকে গ্রেফতার করে বিদ্রোহী গ্রুপ তাহরিরুশ শাম।

শাইখ আব্দুর-রহমান আল-মাক্কি হুররাস আদ-দীনের শুরা-কাউন্সিলের সদস্য। তাঁকে গ্রেফতারের মধ্য দিয়ে তাহরিরুশ শাম আল-কায়েদার সাথে শত্রুতার মাত্রা আরো এক ধাপ বৃদ্ধি করলো।

গতো কয়েকমাসে মার্কিন ড্রোন হামলায় শাহাদাত বরণ করেছেন হুররাস আদ-দীনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তাঁদের অবস্থান সংক্রান্ত গোপনীয় তথ্য কীভাবে মার্কিনিদের কাছে পাচার হলো, তা নিয়ে রয়েছে নানা সন্দেহ-প্রশ্ন।

অন্যদিকে ধারাবাহিকভাবে আল-কায়েদা নেতাদের গ্রেফতারের মাধ্যমে অত্র অঞ্চলে তুর্কী-রেজিমের কায়েমী স্বার্থ বাস্তবায়নে কাজ করছে তাহরিরুশ শাম- রয়েছে এমন অভিযোগও।

দলটি দীর্ঘদিন ধরে আল-কায়েদার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত থাকলেও ‘পার্শ্ব-যুদ্ধে’ না জড়িয়ে মুজাহিদিনরা বারবার সমঝোতায় আহ্বান করেছে। কিন্তু মুজাহিদিনের সংযমী আচরণকে দুর্বলতা ভেবে একের পর ন্যাক্কারজনক হামলা-গ্রেফতারের ঘটনা অব্যাহত রেখেছে তাহরিরুশ শাম।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | অভাবী ও বাস্তুচ্যুত লোকদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করছেন তালেবান
পরবর্তী নিবন্ধপাকিস্তান | মুরতাদ বাহিনীকে টার্গেট করে মুজাহিদদের হামলা, ৩ সৈন্য নিহত