নাটোরের গুরুদাসপুর উপজেলায় জায়েজ বিয়েতে অংশ নেওয়ায়ও কাজী আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজীকে আটক করে কারাগারে পাঠিয়েছে তাগুত বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে গুরুদাসপুর পৌর শহরের ৮নম্বর ওয়ার্ড গাড়িষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এদিন রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজিকে ৬ মাসের জেল এবং বর সুরুজ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ওই আদালত পরিচালনা করেন।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ঘাটপাড়া গ্রামের আফসার আলীর ছেলে সুরুজ আলীর সঙ্গে পৌর এলাকার গাড়িষাপাড়া মহল্লার নবম শ্রেণির ছাত্রীকে (১৪) কাজির বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছিল। এ সময় উপজেলার গাড়িষাপাড়া মহল্লা থেকে কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করে।
আমাদের সময়