খোরাসান | তালেবানদের কাছে আত্মসমর্পণ করল ৯০ সেনা ও পুলিশ সদস্য

0
953
খোরাসান | তালেবানদের কাছে আত্মসমর্পণ করল ৯০ সেনা ও পুলিশ সদস্য

আফগানিস্তানের পৃথক দুটি প্রদেশ হতে গোলাম কাবুল বাহিনী থেকে পদত্যাগ করেছে ৯০ সেনা ও পুলিশ সদস্য, পরে তারা তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ্ তাঁর এক টুইটবার্তায় বলেছেন, গত ১১ অক্টোবর আফগানিস্তানের বলখ প্রদেশের ৮টি জেলা থেকে কাবুল সরকারের সামরিক পদত্যাগ করেছে ৮০ সেনা ও পুলিশ সদস্য। পরে তারা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করে।

পরে তালেবানদের দাওয়াহ ও গাইডেন্স কমিশনের স্থানীয় দায়িত্বশীলগণ আত্মনমর্পণকারী এসকল সৈন্যদের স্বাগত জানান।

এমনিভাবে হেলমান্দ প্রদেশের গারিশাক জেলা থেকেও ১০ সৈন্য তালেবানদের নিকট আত্মসমর্পণ করেছে।

বিস্তারিত রিপোর্ট অনুযায়ী, জেলাটির কমান্ডার সুঙ্গুর তার ১০ সেনা সদস্য, ২টি মেশিনগান, ২টি রকেটলঞ্চার, ৫টি ক্লাশিনকোভ, একটি পিস্তল, একটি রাত্রিকালীন দুর্বিন, একটি মার্টির তোপ গাড়িতে করে তালেবান মুজাহিদদের সাথে এসে মিলিত হন। এসময় উক্ত সৈন্যরা নিজেদের অধীনে থাকা চেকপোস্টের নিয়ন্ত্রণও তালেবান মুজাহিদদের নিকট অর্পণ করেন।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | টিটিপির হামলায় ৬ নাপাক সৈন্য নিহত ও আহত
পরবর্তী নিবন্ধখোরাসান | তালেবান মুজাহিদদের হামলায় ৬২ কাবুল সৈন্য হতাহত