ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদিন পৃথক ২টি সফল অভিযান পরিচালনা করেছেন কাবুল বাহিনীর উপর, এতে কমপক্ষে ৬২ সৈন্য হতাহত এবং ৯ সৈন্য বন্দী হয়।
‘আল-ইমারাহ’ কর্তৃক প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ১০ অক্টোবর সার্পাল প্রদেশের কেন্দ্রীয় জেলায় তালেবান নিয়ন্ত্রিত চেকপোস্টগুলোতে স্থল ও আকাশ পথে হামলা চালিয়েছে মুরতাদ কাবুল বাহিনী, এসময় তারা হেলিকপ্টার, ড্রোন, ট্যাঙ্ক ও ভারি সামরিকযান নিয়ে আগ্রসর হওয়ার চেষ্টা চালায়।
কিন্তু মুজাহিদদের দৃঢ়তার সামনে পরাজিত হয় মুরতাদ কাবুল বাহিনী। তালেবান মুজাহিদগণ মুরতাদ বাহিনীর বিরুদ্ধে তীব্র জবাবি হামলা চালালে কাবুল বাহিনীর ৮ ট্যাঙ্ক সহ কয়েকটি সামরিযান ধ্বংস হয়ে যায়, নিহত হয় উচ্চপদস্থ ২ কমান্ডারসহ ২০ মুরতাদ সৈন্য, আহত হয় আরো ২৪ এরও অধিক। বাকি সৈন্যরা সরঞ্জামাদি ময়দানে রেখেই পলায়ন করে, পরে মুজাহিদগণ তা গনিমত লাভ করেন।
এমনিভাবে গত ১১ অক্টোবর রবিবার, হেলমান্দ প্রদেশের নহর-সিরাজ অঞ্চলে মুরতাদ কাবুল বাহিনীর অবস্থানে ব্যপক অভিযান পরিচালনা করেন তালেবান মুজাহিদিন। যার ফল সরূপ মুজাহিদগণ ১টি চৌকি বিজয়, ৩টি ট্যাঙ্ক ধ্বংস, ১৮ সৈন্যকে হত্যা, ১ কমান্ডারসহ ৯ সৈন্যকে জীবিত বন্দী করতে সক্ষম হন।
এসকল এলাকায় পরিচালিত অভিযান শেষে মুজাহিদগণ ১টি ট্যাঙ্ক, ৩টি রেঞ্জার গাড়ি, ২টি মোটরবাইক, ২টি মেশিনগান, ১টি রকেটলঞ্চার এবং ৭টি ক্লাশিনকোভসহ প্রচুর সামরিক সরঞ্জামাদি গনিমত লাভ করেন।
উল্লেখ্য যে, হেলমান্দ প্রদেশের গারিশাক জেলা বিজয়ের লক্ষ্যে বর্তমানে মুজাহিদগণ শহরটির প্রাণকেন্দ্রে তীব্র অভিযান পরিচালনা করছেন।