ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান মুজাহিদিন তাদের নিয়ন্ত্রিত পশ্চিম হেরত প্রদেশের শিন্দান্দ জেলায় শত শত অভাবী পরিবারকে খাবার ও নগদ অর্থ দান করেছেন।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অফিসিয়াল ওয়েবসাইট ‘আল-ইমারা’ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিন্দান্দ জেলার মাত্র দুটি অঞ্চলের ৮৩০টি অভাবী পরিবারকে এই সহায়তা প্রদান করেছেন তালেবান মুজাহিদিন।
প্রতিবেদনে বলা হয়েছে, অভাবগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য আটা ও লবন সহ নগদ তিন হাজার সাতশত পঞ্চাশ (৩৭৫০) আফগান অর্থ প্রদান করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম থেকে প্রাপ্ত খবরে বলা হয়েছে, তালেবান মুজাহিদগণ প্রতিটি পরিবারকে দুটি আটার বস্তা, দুই কেজি লবণ এবং নগদ ৩৭৫০ টাকা করে অর্থ সহায়তা করেছেন।
তালেবানরা এর আগে শিন্দান্দ জেলার আরো চারটি অঞ্চলের প্রায় দুই হাজার (২০০০) অভাবী পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ সরবরাহ করেছিলো।