![অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আটক যুবলীগ নেতা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আটক যুবলীগ নেতা](https://i1.wp.com/;https://i.ibb.co/gTM90ZS/savar4-ju7bo9le3agu7e3.jpg?w=696&resize=696,0&ssl=1)
আশুলিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার হোতা স্থানীয় যুবলীগ নেতা রাজন ভুইয়া ধরা খেয়েছে। মঙ্গলবার সকালে বেরন সোনা মিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেটের বারেক ভূঁইয়ার ছেলে।
অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন রাজন। তার বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ রাজন ভুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে বলেও জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান।
আমাদের সময়