তালেবান প্রতিষ্ঠিত ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের কৃষি, প্রাণিসম্পদ এবং উশর-যাকাত কমিশনের স্থানীয় কর্মকর্তারা পাকতিয়া প্রদেশের জাদরান জেলার দরিদ্রদের মাঝে নগদ অর্থ এবং কৃষকদের মাঝে কৃষি বিজ বিতরণ করছেন। এছাড়াও জেলাটির বিভিন্ন মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়েছে।
এর আগে, বালখ এবং বাগলান প্রদেশের জেলাগুলিতে তালেবানরা জনগণের মাঝে পর্যাপ্ত পরিমাণ আটা এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, যার ফলে হতদরিদ্র মানুষের অভাব মোচন হয় ও দুঃস্থদের মুখে হাসি ফুটে।
সম্প্রতি, তালেবানরা জনসেবামূলক কর্মকাণ্ডের পরিধি বিস্তৃত করেছেন। যেমন: পুনর্নির্মাণ প্রকল্পগুলির জন্য নিজস্ব বাজেট থেকে কোটি কোটি টাকা ব্যয় করা, জাতীয় স্বার্থে দরিদ্র জানসাধারণকে বিনামূল্যে খাবার, নগদ অর্থ, গবাদিপশু এবং কৃষকদের মাঝে কৃষি বিজ ও নগদ অর্থ প্রদান উল্লেখযোগ্য।