ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছে যে ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না।
বুধবার প্যারিসের সরবনে ইউনিভার্সিটিতে নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐ অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেন, তাকে (স্যামুয়েল প্যাটি) হত্যা করা হয়েছে কারণ ‘ইসলামপন্থী’ উগ্রবাদীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়। আমরা তা হতে দেবো না। ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না।
সম্প্রতি ফ্রান্সে ক্লাসে হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারনে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।
গত শুক্রবার শিক্ষক স্যামুয়েল প্যাটিকে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামকে অবমাননা করায় হত্যা করেছিল এক তরুণ। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে শাহাদাতবরণ করেন।
সবাই দুইটা হাত তুলে বদ দোয়া করেন ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো আর শার্লি এবেদো এদের জন্য বদ দোয়া করেন ইতালির জন্য বদ দোয়া করেন। যাতে আল্লাহ তায়ালা তাদের প্রাপ্য তাদের বুযিয়ে দেন।ফ্রান্স হয়ত চাচ্ছে ভারতের মত মুসলিম নির্যাতন করতে তাই একের পর এক মুসলিম দের নিয়ে এই অই বলতেছে। সকলে এই সন্ত্রাসী মেক্রো আর শার্লি এবেদো এদের জন্য বদ দোয়া করেন।