গাজা উপত্যকায় আবারও ইসরায়েলের বিমান হামলা

1
1349
গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইসরায়েল বিমান এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। হামলায় গাজার বেশকিছু কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজার দেইর আল-বালা এলাকার কৃষি খামারে বিমান হামলা চালায়।

ইসরাইলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট দাবি করেছে, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় গোলাবর্ষণ করেছে।

ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইসরায়েল তার জবাব দিয়েছে। প্রায়ই ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে থাকে।

এদিকে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে। বিডি প্রতিদিন

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধর্ষণচেষ্টা মামলার সাক্ষী হওয়াতে ইমামকে বরখাস্ত
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী || সংখ্যা : ৩৯|| অক্টোবর ৩য় সপ্তাহ, ২০২০ ঈসায়ী