বারবার চু্ক্তি লঙ্ঘন করছে আমেরিকা, তালিবানের বিবৃতি

    0
    1992
    বারবার চু্ক্তি লঙ্ঘন করছে আমেরিকা, তালিবানের বিবৃতি

    দোহা চুক্তি লঙ্ঘন করে হেলমান্দ প্রদেশে নতুন করে মাত্রাতিরিক্ত ড্রোন ও বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী আমেরিকা।

    দোহার চুক্তি অনুসারে, আমেরিকান বাহিনীর জন্য যুদ্ধরত এলাকা এবং যুদ্ধের সময় ছাড়া অন্যকোনো এলাকায় বিমান হামলা চালানো বা কাউকে টার্গেট করা নিষিদ্ধ ছিল।

    বেশ কয়েকদিন ধরে গ্রেশক শহরের নাহার সিরাজ, কুশকাওয়া, বাবাজি, মালগিড় ও বন্দে বারেক এলাকা এবং সানজিন, মারযাহ, নাওয়া ও নাদ আলি জেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে ড্রোন ও বিমান হামলা চালিয়েছে আমেরিকা। ফারাহ ও অন্যান্য কিছু নিরাপদ প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলা সুস্পষ্টভাবে দোহা-চুক্তির লঙ্ঘন।

    ইমারতে ইসলামিয়্যা আফগানিস্তান এবং আমেরিকার মধ্যকার চুক্তির সকল বিষয়বস্তু সবার কাছেই পরিষ্কার। তা স্বত্ত্বেও আমেরিকা বারবার বিভিন্ন সময়ে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন, উসকানিমূলক কর্মকাণ্ড এবং যুদ্ধবিহীন নিরাপদ অঞ্চলগুলোতে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

    ধারাবাহিক এইসব ঘৃণ্য কর্মকাণ্ডের সকল দায়ভার এবং তার পরিণতি আমেরিকাকেই বহন করতে হবে।

    ক্বারী মুহাম্মদ ইউসুফ আহমাদী,
    মুখপাত্র, ইমারতে ইসলামিয়্যাহ আফগানিস্তান।
    ০১/০৩/১৪৪২ হিজরি
    ১৮/১০/২০২০ ঈসায়ি

    মন্তব্য করুন

    দয়া করে আপনার মন্তব্য করুন!
    দয়া করে এখানে আপনার নাম লিখুন

    পূর্ববর্তী নিবন্ধআফগান সংলাপ: ইসলামী ইমারাতের সংলাপ-দলের সংক্ষিপ্ত পরিচিতি (১)
    পরবর্তী নিবন্ধআফগানিস্তানে শত্রুদের হামলায় ১ শিশু শহীদ, আহত আরো ৫