সৌদি ত্বাগুত সরকারি কর্তৃপক্ষ আবারো একজন নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। গত ২১ অক্টোবর আরব নিউজের বরাতে জানা যায়, আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমি নামের এক নারীকে নরওয়েতে প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গত মঙ্গলবার অনলাইনে রাষ্ট্রদূতের শপথ নেন এই সৌদি নারী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে তাকে শপথ পড়ান বাদশাহ সালমান।
এর আগে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর। তাকে কুফর প্রধান ক্রুসেডার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেয়া হয়েছিলো।