ঋণে জর্জরিত হয়ে নিজের কিডনি বিক্রি করতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন কাশ্মীরি এক মুসলিম যুবক।
বিজ্ঞাপনে সাবজার আহমেদ খান (২৮) নামে ওই কাশ্মীরি যুবক লিখেছেন, ‘নব্বই লাখ রুপির ঋণের বোঝা আমার মাথায়। এ অবস্থায় বিষয়টি বেআইনি জেনেও নিরূপায় হয়ে কিডনি বেচার বিজ্ঞাপনটি দিতে হয়েছে।’
এভাবে কিডনি বা শরীরের যেকোনো অঙ্গ বিক্রি করা ভারতে নিষিদ্ধ। এ ধরনের বিজ্ঞাপন প্রচারও আইন সম্মত নয়।
জানা যায়, শ্রীনগরভিত্তিক একটি কাশ্মীরি পত্রিকায় তিনি সোমবার (১৪ ডিসেম্বর) কিডনি বিক্রির ওই বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে ২৪ ঘণ্টার মধ্যে ৫ জন তার সঙ্গে কিডনি কেনার জন্য যোগাযোগ করেন বলে জানা গেছে। কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা অনন্তনাগের নুসু গ্রামের বাসিন্দা সাবজার আহমেদ খান নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকে কর্মসংস্থান হারিয়ে সাবজারের মত বহু যুবক মানবেতর জীবনযাপন করছেন।
একদিকে রাজনৈতিক অচলাবস্থা অন্যদিকে অন্যায়মূলক লকডাউনের ফলে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এর ফলে তার ৯০ লাখ টাকা ঋণ হয়ে যায় সাবজারের। এসব কারণে দিশেহারা হয়ে তিনি শেষ পর্যন্ত কিডনি বেচার সিদ্ধান্ত নেন।
সূত্র: আরব নিউজ।