উপকূল রক্ষা প্রকল্পে ১৯০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি

0
605
উপকূল রক্ষা প্রকল্পে ১৯০ কোটি টাকার দুর্নীতি: টিআইবি

উপকূল রক্ষার ৪টি প্রকল্পে ১৯০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

দুর্নীতিবিরোধী সংস্থাটি ‘দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে। এতে বলা হয়, সমুদ্র উপকূলে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এসব প্রকল্পের আওতায়।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ কার্যক্রমেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে টিআইবি। তবে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বিভিন্ন দেশ অনুসরণ করছে বলে জানানো হয়।

সংস্থাটি জানায়, উপকুলীয় এলাকায় উন্নয়ন তহবিল ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের ১৯ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়। অথচ রাজনৈতিক বিবেচনার কারণে ত্রাণ কম পাচ্ছে দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলো।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজার্মানিতে মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধফতুল্লায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে বাবা খুন