উপকূল রক্ষার ৪টি প্রকল্পে ১৯০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
দুর্নীতিবিরোধী সংস্থাটি ‘দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে। এতে বলা হয়, সমুদ্র উপকূলে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয় এসব প্রকল্পের আওতায়।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ কার্যক্রমেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে টিআইবি। তবে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বিভিন্ন দেশ অনুসরণ করছে বলে জানানো হয়।
সংস্থাটি জানায়, উপকুলীয় এলাকায় উন্নয়ন তহবিল ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের ১৯ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়। অথচ রাজনৈতিক বিবেচনার কারণে ত্রাণ কম পাচ্ছে দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলো।