পাকিস্তানে দেশটির মুরতাদ বাহিনীর উপর টিটিপি কর্তৃক পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে, এতে বহু সংখ্যক সেনা সদস্য নিহত ও আহত হয়েছে।
উমর মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর বুধবার ওয়াজিরিস্তানের লাদা সীমান্তে পাক মুরতাদ বাহিনীর কনেস্টেবলদের (এফসি) লক্ষ্য করে সফল হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ। এতে বেশ কয়েকজন এফসি কর্মি নিহত ও আহত হয়।
এর একদিন পর অর্থাৎ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার, বাজোর এজেন্সীর চরমিং উপত্যকায় পাক মুরতাদ বাহিনীর উপর অপর একটি সফল হামলা চালান মুজাহিদগণ। এসময় বহু সংখ্যক মুরতাদ সৈন্য নিহত ও আহত হয়।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের কেন্দ্রীয় মুখপাত্র মুহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ উভয় হামলার দায় স্বীকার করেছেন, তিনি জানিয়েছেন যে, হামলায় অংশগ্রহণকারী সকল মুজাহিদ নিরাপদে রয়েছেন।