ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদগণ গত দু’সপ্তাহ যাবৎ জাবুল প্রদেশের আটগার জেলায় অভিযান চালিয়ে জেলাটির প্রধান শহর দখল করে নিয়েছিলেন। তবে তখনও জেলাটির প্রধান সামরিক ঘাঁটিটি নিয়ন্ত্রিণ করছিল কাবুল বাহিনী। অতঃপর কয়েকদিন যাবৎ তালেবান মুজাহিদিন ঘাঁটিটি অবরোধ করে রাখলে খাবার ও রশদ সংকটে পড়ে মুরতাদ বাহিনী।
অবশেষে বাধ্য হয়ে গত ২৫ ডিসেম্বর, হেলিকপ্টার যোগে জেলাটির সর্বশেষ সামরিক ঘাঁটিটিও ছেড়ে পালায় কাবুল সৈন্যরা। সেনা সদস্যদের পলায়নের মধ্যদিয়ে জেলাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেন তালেবান মুজাহিদগণ। স্থল পথে পালাতে না পারায় রেখে যেতে হয় অনেক সামরিযান ও অস্ত্রশস্ত্র, যা পরবর্তিতে তালেবান মুজাহিদগণ গনিমত লাভ করেন।