উত্তর প্রদেশের সীতাপুর থেকে লাভ জিহাদের নামে গ্রেপ্তার হওয়া দুই নারীসহ দশ অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।
এক বিজ্ঞপ্তিতে জমিয়ত উলামায়ে হিন্দ অভিযোগ করেছে, ভারত সরকার লাভ জিহাদের নামে মুসলমানদের হয়রানি করছে । সরকারের এই বৈষম্যমূলক ও নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে জামায়াত ওলামা-ই-হিন্দ এখন আইনী লড়াই শুরু করেছে।
আবেদনের শুনানি মঙ্গলবার বা বুধবার হওয়ার কথা রয়েছে। জমিয়তে ওলামা মহারাষ্ট্র আইনী সহায়তা কমিটির প্রধান গুলজার আজমি বলেছেন যে আসামির পরিবার মাওলানা ওয়াকিল আহমদ কাসেমীর মাধ্যমে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর কাছ থেকে আইনী সহায়তা চেয়েছিল। আসামিদের মুক্তির জন্য হাইকোর্টে যোগাযোগ করা হয়েছে এবং আসামির মুক্তির জন্য একটি আবেদন করা হয়েছে। এডভোকেট আরিফ আলী, অ্যাডভোকেট মুজাহিদ আহমেদ, অ্যাডভোকেট ফুরকান খান দায়ের করা পিটিশনে বলা হয়েছে যে ইউপি সরকার ক্ষমতার অপব্যবহার করছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, উত্তর প্রদেশ পুলিশ মুসলমানদের হয়রানি করছে এবং লাভ জিহাদ নিষিদ্ধকারী আইন অবলম্বন করে তাদেরকে কারাগারে ঠেলে দিচ্ছে। এর সবচেয়ে খারাপ উদাহরণটি হল, মামলার মুসলিম ছেলের বাবা-মা এবং নিকটাত্মীয়দের এই মামলার সাথে কোনও সম্পর্ক না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হয়েছে। মুসলমান ছেলে এবং হিন্দু মেয়েটি তাদের নিজস্ব ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তারা এই মুহুর্তে কোথায় তা কেউ জানে না। কিন্তু মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ দুই মহিলা সহ দশ জনকে গ্রেপ্তার করেছে।
গুলজার আজমী আরও বলেছিলেন যে লখনৌ হাইকোর্টে শুনানির জন্য প্রবীণ আইনজীবীদের সেবা চাওয়া হবে, কারণ ইলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছিলেন যে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের তাদের পছন্দমতো বিবাহ এবং ধর্ম নির্বাচন করা উচিত। এটি করার সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও, ইউপি সরকার প্রতিনিয়ত লাভ জিহাদের নামে মুসলমানদের টার্গেট এবং হেনস্থা করছে।