নেদারল্যান্ডসে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ ও গ্রেফতার

0
507
নেদারল্যান্ডসে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ ও গ্রেফতার

লকডাউন ও ভ্যাকসিন-বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে নেদারল্যান্ডসের আমস্টারডামে। বিক্ষোভ সামাল দিতে এই শীতেও জলকামান ব্যবহার পুলিশের।

করোনা-লকডাউন ও ভ্যাকসিনেরবিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছিলেন আমস্টারডামে। ভ্যান গখ মিউজিয়ামের সামনের চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। অনেকের হাতে ধরা পোস্টারে লেখা ছিল, ‘কোভিড ভ্যাকসিন= বিষ’। সরকার যে করোনা ঠেকাতে কড়া লকডাউন চালু করেছে, তারও প্রতিবাদ জানাচ্ছিলেন তারা।

বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব রাখেননি। তাঁদের মুখে মাস্কও ছিল না।

পুলিশ এই বিক্ষোভের অনুমতি দেয়নি। অনুমতি না থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

স্থানীয় সংবাদপত্রের খবর, বিক্ষোভকারীরা জমায়েত হলে পুলিশ তাদের বাধাদান করে। ফলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর মারতে থাকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালানো হয়। এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এপি, রয়টার্স

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কা | দু’মাস বয়সী মুসলিম শিশুর লাশ জোর করে পুড়িয়ে দেয়ার হৃদয় বিদারক কাহিনী
পরবর্তী নিবন্ধএক যুবলীগকে কোপালো আরেক যুবলীগ