ইসরায়েলি পুলিশ শুক্রবার কয়েক হাজার ফিলিস্তিনিকে টানা পঞ্চম সপ্তাহের মত জুমার নামাজের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে।
আনাদোলু এজেন্সির এক সংবাদদাতার মতে, মাত্র কয়েক শ ফিলিস্তিনিই মসজিদে প্রবেশ করতে পেরেছিল যেখানে স্কয়ারগুলি প্রায় শূন্য ছিল।
ইসরায়েলি পুলিশ জেরুসালেমের ওল্ড সিটির প্রবেশপথে চৌকি স্থাপন করে এবং পুরাতন শহরের বাইরের ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। যদিও পুলিশ দাবি করছে যে এই ব্যবস্থাটি করোনভাইরাস প্রতিরোধের একটি অংশ।
ফিলিস্তিনিরা আল-আকসার পরিবর্তে রাস্তায় জুমার নামাজ আদায় করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি