ভারতে পালঘরের জঙ্গলে ইন্ডিয়ান নেভি কে হত্যা

0
1588
ভারতের পালঘরের জঙ্গলে ইন্ডিয়ান নেভি কে হত্যা

ভারতের  মুম্বইয়ের পালঘরে নৌবাহিনীর এক সেনাকে হত্যার ঘটনা ঘটেছে। শরীরের বেশিরভাগ অংশ পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত সৈনিকের নাম সুরজ কুমার। INS কোয়েম্বাটুরে তাঁর পোস্টিং ছিল। পালঘরের একটি জঙ্গল থেকে ৫ ফেব্রুয়ারি সুরজকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা।

মুম্বইয়ের আইএনএস অস্বিনী হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরজকে। কিন্তু লাভ হয়নি। সুরজকে বাঁচানো যায়নি।

মৃত্যুকালীন জবানবন্দিতে সুরজ জানিয়েছিল, কে বা কারা বিমানবন্দরের সামনে থেকে তাঁকে অপহরণ  করেছিল। তার পর অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করেছিল।

সুরজের বাড়ির তরফে টাকা দিতে অস্বীকার করা হয়। তার পরই সুরজকে পালঘরের একটি জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে অপহরণকারীরা। সুরজ নৌবাহিনীতে লিডিং সি মেন হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সুরজ মূলত রাঁচির বাসিন্দা। ৩০ জানুয়ারি ছুটি শেষ হওয়ার পর সুরজ রাঁচি থেকে বিমানে চেন্নাই আসে। তার পর বিমানবন্দর থেকে বেরোতেই তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে অপহরণ করে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | রুশ ঘাঁটিতে মুজাহিদদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলার দৃশ্য
পরবর্তী নিবন্ধমায়ানমারে শীর্ষ আধিকারিকের কনভয়ে হামলায় ৯ নাগরিকসহ নিহত অন্তত ১২