মসজিদুল আকসার প্রধান প্রহরীর বাড়ি গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল

0
429
মসজিদুল আকসার প্রধান প্রহরীর বাড়ি গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল

মসজিদুল আকসার প্রধান প্রহরী ফাদি আলিয়ানের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) জেরুজালেমে অবস্থিত আলিয়ানের বাড়িটি ভেঙ্গে দেওয়া হয়।

আলিয়ানের পরিবার জানায়, ফেব্রুয়ারির শেষে আলিয়ানের বাড়ি ভেঙ্গে দেওয়া হতে পারে বলে আগেই জানিয়েছিল ইহুদি সেনাবাহিনী। যা নিয়ে আইনি লড়াইয়েও নেমেছিল আলিয়ানের পরিবার। যদিও শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হেরে যেতে হয় তাদের।

জানা গেছে, দশ বছর আগে বাড়িটি নির্মাণ করেছিলেন আলিয়ান। দুই তলা বিশিষ্ট ভবনটিতে চারটি আপার্টমেন্ট ছিল। যেখানে ১৭ জন মানুষ বসবাস করতেন। আর তাদের মধ্যে অধিকাংশই ছিল নারী এবং শিশু।

image-177989-1614326709

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজ্বালানির মূল্যবৃদ্ধি, GST ব্যবস্থার বিরোধিতায় ভারতে হরতাল
পরবর্তী নিবন্ধনবীকে নিয়ে যারা কুটূক্তি করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড: আল্লামা মামুনুল হক