কিশোরগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

0
577
কিশোরগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

কিশোরগঞ্জ কারাগারে শাহীন মিয়া (৫০) নামে এক কয়েদি মারা গেছেন। কারাগারে অসুস্থ হওয়ার পর শনিবার বেলা ১১টায় কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলার ভৈরব পৌরসভার জগন্নাথপুর মধ্যপাড়ার শাহজাহান মিয়ার ছেলে। কিশোরগঞ্জ কারাগারের সুপারিনটেনডেন্ট মো. বজলুর রশিদ বলেন, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক দুটি হত্যা ও ডাকাতির মামলায় তার ৬০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজা খাটা অবস্থায় ২০ জানুয়ারি তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। কিশোরগঞ্জ কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, শনিবার সকালে কয়েদি শাহীন মিয়া বুকে ব্যথা অনুভব করেন। সকাল ১০টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে বের করে দ্রুত শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদি শাহীন মিয়ার মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকের বরাত দিয়ে জেলার নাশির আহমেদ জানিয়েছেন।

অপরদিকে, শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সন্দীপন সাহা বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগার থেকে হত্যা মামলার আসামি নিখোঁজ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েও নৌকায় ভোট দেওয়ায় ১০ কর্মচারীকে ছাঁটাই