খালিদ বিন ওয়ালিদ সামরিক ক্যাম্পের ৫০০ তালেবানের স্নাতকোত্তর অর্জন

4
1303
খালিদ বিন ওয়ালিদ সামরিক ক্যাম্পের ৫০০ তালেবানের স্নাতকোত্তর অর্জন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের খালিদ বিন ওয়ালিদ(রাঃ) সামরিক প্রশিক্ষণ ক্যাম্পের ২টি বিভাগে নতুন করে পাঁচ শাতাধিক (৫০০) তালেবান মুজাহিদ স্নাতক এবং উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এসব মুজাহিদরা দু-মাস সময়কালে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ইসলামী আক্বিদা ও বিশুদ্ধ চেতনা, হানাফী আইনশাস্ত্র এবং বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিয়েছেন।

এই শিবির থেকে মুজাহিদদেরকে ভারি ও হালকা অস্ত্র যেমন ক্লাশিনকোভ, ভারি মেশিনগান, আরপিজি-২ (রকেট) কামান, মর্টার, জিকোভেকসহ অন্যান্য ব্যবহারিক অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিস্ফোরক, ট্যাঙ্ক, লেজার, ড্রোন এবং বিভিন্ন আধুনিক রাইফেল সম্পর্কিত তথ্য এবং ব্যবহারিক পদ্ধতি হাতে কলমে শিখানো হয়। বর্তমানে নতুন করে এই ক্যাম্পটিসহ তালেবানদের স্পেশাল ফোর্সের জন্য নির্ধারিত পেশাদার ৭টি ক্যাম্পে বিমান, ক্ষেপণাস্ত্র, মিসাইল, বিমান বিধ্বংসী অস্ত্র ও নিত্যনতুন সকল সামরিক প্রশিক্ষণ দিতেও শুরু করেছেন।

তালেবানদের বিশেষ ইউনিটের জন্য নির্ধারিত ৭টি ক্যাম্প ছাড়াও আফগানিস্তান জুড়ে তালেবান যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য আরো ২৭টি প্রশিক্ষণ শিবির রয়েছে।

গত ৬ মার্চ রাতে তালেবান খালিদ বিন ওয়ালিদ প্রশিক্ষণ ক্যাম্পে নতুন প্রশিক্ষিত তালেবান মুজাহিদদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে।

IMG-20210307-153456-443

IMG-20210307-153459-793

IMG-20210307-153453-995

IMG-20210307-153451-349

IMG-20210307-153501-403

4 মন্তব্যসমূহ

  1. শুনেছি বর্তমান তালেবান মুজাহিদিন আল কায়দার মানহাজের।যদি এমন হয় তাহলে তো তালিবান প্রশিক্ষণ দেওয়া মানে আল কায়দা প্রশিক্ষণ দেওয়া ।আলহামদুলিল্লাহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | তালেবান নিয়ন্ত্রণ মাদ্রাসায় দাওরা শেষে পাগড়ী পেলেন ২০৯ জন ছাত্র
পরবর্তী নিবন্ধপ্রাতিষ্ঠানিকভাবে ইসলামবিদ্বেষ ভয়াবহ হচ্ছে জাতিসংঘে