পাথর নিক্ষেপ করার অভিযোগে আবদুল্লাহ নামের ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েলের একটি আদালত।
কিশোরের পারিবারিক বরাতে মিডল ইস্ট আই এ খবর দিয়েছে। কিশোরটির মা বলেন, গত ছয় মাসের মধ্যে তার ছেলেকে তিনবার কারাগার ও গৃহবন্দি করেছে ইসরায়েল।
এই কিশোরের পরিবার ফিলিস্তিনের ইশাওইয়া অঞ্চলে বসবাস করেন। এ এলাকায় দখলদার সেনাবাহিনী ও পুলিশ বেশি অভিযান চালায়। এ এলাকায় নিয়মিত ফিলিস্তিনিদের বাড়িঘর মাটিতে মিশিয়ে দেয় হানাদারেরা।
আবদুল্লাহর মা বলেন, ইসরায়েলি দখলদারিত্বে আমাদের কষ্টের শেষ নেই। নির্যাতনে আমারা অতিষ্ঠ। ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে রাবার বুলেট, স্টান গ্রেনেড নিক্ষেপ করে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের ক্ষুব্ধ করে তুলে।
খোদ ইসরায়েলি পত্রিকা হারিৎস জানায়, স্থানীয় ফিলিস্তিনিদের হয়রানি ও উত্যক্ত করতে এ অঞ্চলে তৎপর থাকে ইসরায়েলি পুলিশ।
এর আগে গত নভেম্বরে একবার আটক হয়েছে আবদুল্লাহ। তখন বেথেলহেমের কাছে আবু গুনেম পুলিশ স্টেশনে তাকে চারদিন অবস্থান করতে হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেত তার বিরুদ্ধে তদন্ত করেছে।
এরপর এক হাজার সেকেলের বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়। শর্ত দেওয়া হয়, অন্তত দশ দিন তাকে গৃহবন্দি থাকতে হবে। পরে আরও পাঁচ মাস তার গৃহবন্দিত্ব বাড়ানো হয়। মার্চে সেই মেয়াদ শেষ হলে তদন্তের কথা বলে মসকোভিয়া বন্দিশিবিরে তাকে পাঁচদিন আটক করে রাখা হয়।