গুলিবিদ্ধ হয়েছেন পীর সাহেব মধুপুর এবং মাওলানা বশীর আহমদ

1
1362
গুলিবিদ্ধ হয়েছেন পীর সাহেব মধুপুর এবং মাওলানা বশীর আহমদ

মোদি বিরোধী আন্দোলনে সরকারী ও লীগ বাহিনীর হাতে নেতা কর্মীদের শহিদ হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ হরতাল কর্মসূচি পালন করছে।

আহুত সারা দেশব্যাপী হরতাল পালনের সময় গুলিবিদ্ধ হয়েছেন মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

আজ রোববার ২৮ মার্চ দুপুর ১২ টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জের শিকারিপারা এলাকায় পিকেটিং চলাকালীন সময় গুলিবিদ্ধ হোন আল্লামা আব্দুল হামিদ। গুলিবিদ্ধ হওয়ার পরের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এদিকে সূত্র মারফত জানা গেছে, মুন্সীগঞ্জ সৈয়দপুর মাদরাসার মুহতামিম মাওলানা বশীর আহমদ সাহেবও গুলিবিদ্ধ হয়েছেন।

 

১টি মন্তব্য

  1. এভাবেই কি আমাদের আলেমসমাজ কে ওরা(লীগ-সন্ত্রাসরা)নির্বিচারে গুলিবিদ্ধ করবে,আর আমার ভাইদের কে হত্যা করবে,আর আমার মা,বোনদের সনভ্রম নিয়ে ছিনিমিনি খেলবে আর আমারা চেয়ে দেখব?
    হায় ! ! ! যদি আমারা আমাদের আসল পথ জানতাম ও মনেপ্রানে মেনে নিতাম
    তাহলে কতই না ভালোহত আমাদের আজ ও ভবিষ্যৎ,,,,.

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘তিস্তা নিয়ে শেখ হাসিনার প্রশ্নের উত্তর দেয়নি নরেন্দ্র মোদি’
পরবর্তী নিবন্ধশ্রীনগরে আধা সামরিক বাহিনীর উপরে স্বাধীনতাকামীদের হামলা : ২ মালাউন নিহত