পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়ে ছিল ক্রুসেডার ফ্রান্স। এতে ১৯ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়।
কুফ্ফার জাতিসংঘের (ইউএন) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্রুসেডার ফ্রান্স কথিত ইসলামী মৌলবাদ নির্মূলের অজুহাতে এ বছরের ৩রা জানুয়ারী, মালির বাউন্টি অঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছিল। এতে ঘটনাস্থলেই ১৯ জন গ্রামবাসী নিহত হয়।
মালিস্থ জাতিসংঘের মানবাধিকার শাখা জানায়, তারা জানুয়ারির ৩রা তারিখে ফরাসি বাহিনীর হামলাকৃত বাউন্টি গ্রাম পরিদর্শন করে চার শতেরও অধিক লোকের সাথে কথা বলেছেন। এবং স্যাটেলাইটে ধারণকৃত চিত্রের বিশ্লেষণ করেছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, তারা নিশ্চিত হয়েছে যে, ফরাসি বিমান হামলার স্থানটিতে একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ১০০ এরও অধিক বেসামরিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
জাতিসংঘ আরো জানায়, আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে ফরাসি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় ৩ জন গার্ডসহ ১৬ জন নিরস্ত্র গ্রামবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ৩ জন বিয়ের অতিথি।
অন্যদিকে ক্রুসেডার ফ্রান্স জাতিসংঘের এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, তারা বিমান হামলা চালায়নি যাতে বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। অথচ ফ্রান্স জানুয়ারিতে এই হামলার ব্যাপারে খুব গর্বের সাথে বলেছিল যে, তারা আল-কায়েদা যোদ্ধাদের একটি উপস্থিতি কেন্দ্রতে সফল হামলা চালিয়েছে।
উল্লেখ্য যে, বিয়ের অনুষ্ঠানে এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডের কয়েকদিনের মধ্যেই আল-কায়েদা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছিলেন। যেখানে এই হামলার প্রতিশোধ নেওয়ার কথাও জানিয়েছিলেন আল-কায়েদা। তখনও ক্রুসেডার ফ্রান্স বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয়টি অস্বীকার করে। এভাবেই কুফ্ফার বিশ্ব সত্যকে অস্বীকার করে সাধারণণ মানুষকে প্রতারিত করে চলছে।