নাটোরের বড়াইগ্রামে রত্না খাতুন নামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে স্থানীয় বাজারের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর দোকান লুট চালিয়েছে।
অভিযুক্ত ওই নেত্রীর নাম রত্না খাতুন। তিনি উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আতিক শাহরিয়ার। এই ঘটনায় বুধবার (৭ এপ্রিল) বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগে আতিক শাহরিয়ার বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় বাগডোব বাজারের তার দোকান থেকে তিনি নামাজ পড়তে যান। এ সময় পারভীন ও তার স্বামী মিলন আকন্দ ১৫ থেকে ২০ জন তার দোকান থেকে দেড় লাখ টাকা লুট ও ভাঙচুর করে। এ সময় দোকান রক্ষা গিয়ে এলাকাবাসী কাউছার ও রাশফুল শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধে জের তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট পাট করা হয়েছে। রত্নার স্বামী মিলন আকন্দের কিছু জায়গা রাস্তায় রয়েছে। রাস্তার মধ্যে থাকার জায়গা উদ্ধার করতে তার দোকান দখলের চেষ্টা করছে।
গুম, খুণ, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, ডাকাতি, সত্রাসী, এগুলোতো ওদের জন্মসূত্রেই এসেছে কেননা, এদের মা তো “মাদার অফ মাফিয়া”