এখনো জালেমের কারাগারে তরুন আলিম রফিকুল ইসলাম

1
1291
এখনো জালেমের কারাগারে তরুন আলিম রফিকুল ইসলাম

জনগণের পক্ষে কথা বলার জন্য ৭ এপ্রিল রাত তিনটায় মাফিয়া সরকার দ্বারা গুম হয়েছিলেন তরুন আলিম রফিকুল ইসলাম নেত্রকোনা।
কিন্তু বিষয়টি প্রকাশিত হয়ে যাওয়ায় আটক দেখানো হয়। মিথ্যা অভিযোগ এনে দেয়া হয় বিভিন্ন মামলা। কিন্তু ঘটনার তিনদিন হয়ে গেলেও তাকে এখনো পর্যন্ত মুক্তি দেয়নি জালিম মাফিয়া সরকার।

শরীরের দিক থেকে ছোটখাট হলেও এই আলেমে দ্বীন বিভিন্ন সময়েই জনগণের পক্ষে সত্য কথা বলতে ভয় পাননি। জাতির বিভিন্ন ইস্যুতে সামনের সাড়িতে থেকে জালিম শাসকদের বিপক্ষে অপকটে সত্য বলে দেন। আর এটাই তার জন্য কাল হয়ে দাড়িয়েছে। জালিম রক্তচোষা শাসক জনগণের মুখপাত্রদের স্তব্ধ করতে বেছে নিয়েছে গুম, খুনের সংস্কৃতি যদিও এই ঘৃন্য অভ্যাস শাসকগোষ্ঠীর নতুন কোন বিষয় নয়।

অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশও ন্যায়ের পক্ষে এই আলেমের পক্ষে বিবৃতি দিয়েছেন। দ্রুত মুক্তি দেবার জন্য প্রতিবাদ জানিয়েছেন। আর সোস্যাল মিডিয়ায় সাধারণ জনগণের ভালোবাসাও লক্ষ্য করা গেছে তরুন এই আলেমের জন্য। কিন্তু সবকিছু উপেক্ষা করে রক্তচোষা এই মাফিয়া জালিম সরকার জনগণের বিপরীতে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার স্বার্থে সকল অন্যায় অব্যাহত রেখেছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | কাশ্মীরে ভারতীয় মুশরিক বাহিনীর সাথে লড়াইয়ে শাহাদাত বরণকারী মুজাহিদগণ
পরবর্তী নিবন্ধমুসলিমদের প্রথম ক্বিবলা আল আকসায় নামাজ আদায়ে বাধা দিচ্ছে ইসরায়েল