আফগানিস্তানের ময়দানে ওয়ার্দাক ও লাগমান প্রদেশে মুরতাদ কাবুল বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অভিযান চালিয়েছেন তালেবান মুজাহিদিন। এতে ৩৮ সৈন্য নিহত এবং ১ সৈন্য আহত হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গত ২৪ এপ্রিল সকাল বেলায় ময়দানে ওয়ার্দাক প্রদেশ হয়ে ২০০ সেনা সদস্যের একটি কাফেলা জলরেজের দিকে যাচ্ছিল। সামরিক কাফেলাটি প্রদেশের টাকানা এলাকায় পৌঁছলেই মুজাহিদদের হামলার শিকার হয়। মুজাহিদগণ দু’দিক থেকে কাবুল সৈন্যদের টার্গেট করে তীব্র হামলা চালাতে শুরু করেন।
যার ফলে ঘটনাস্থলেই ৩ কমান্ডারসহ স্পেশাল ফোর্সের ২৬ মুরতাদ সৈন্য নিহত হয়। বাকি সৈন্যরা দ্রুত স্থান ত্যাগ করে। এসময় মুজাহিদগণ ধ্বংস করতে সক্ষম হন মুরতাদ বাহিনীর ৩টি ট্যাঙ্কসহ অনেক সরঞ্জামাদি।
এদিন লাগমান প্রদেশের আলিশাং জেলায় কাবুল সৈন্যদের একটি পোস্টেও হামলা চালান। যার ফলে ১০ মুরতাদ সৈন্য নিহত এবং অপর ১ সৈন্য আহত হয়। এছাড়াও মুজাহিদগণ ধ্বংস করেন মুরতাদ বাহিনীর ৬টি ট্যাঙ্ক।