মহান আল্লাহর অশেষ রহমতে ঘোর প্রদেশের শাহরাক জেলা নিয়ন্ত্রণে নিয়েছেন ইমারাতে ইসলামিয়ার জানবায তালিবান মুজাহিদিন।
রিপোর্ট অনুযায়ী, গত ৭ জুন সোমবারের, মুরতাদ কাবুল সৈন্যরা পালিয়ে যাওয়ার পর ঘোর প্রদেশের শাহরাক জেলার প্রশাসনিক কার্যালয়, পুলিশ সদর দফতর, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর সহ পুতুল সরকারের অন্যান্য সামরিক স্থাপনার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন তালিবান মুজাহিদিন।
জানা যায়, জেলাটি বিজয়কালে ১১ আফগান সৈন্য মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করেছে। এসময় মুজাহিদগণ একটি ট্যাংক সহ বহু সংখ্যাক যুদ্ধাস্ত্র ও গুলা-বারোদ গণিমত লাভ করেছেন তালিবান মুজাহিদিন।
ভাই কাবুল যেহেতু তালেবানদের দখলে নাই, তাহলে এখন তাদের রাজধানীর নাম কি?
জানালে উপকৃত হবো ইনশা আল্লাহ!
মুহতারাম ভাই, নিরাপত্তার খাতিরে হয়তো এগুলো গোপন রাখা হয়। আর তা জানার মধ্যে মনে হয় তেমন কোন উপকার নেই।
আর কটা প্রদেশ / জেলা বাকি আছে যা এখনও বিজয় হয়নি ।।