দখলদার ইসরাইলি কারাগারে দীর্ঘ ২১ বছর বন্দী জীবন কাটানোর পর জর্ডান নাগরিক আব্দুল্লাহ আবু জাবের অবশেষে মুক্তি পেলেন।
আব্দুল্লাহর পরিবার সূত্রে জানা যায়, ৮ ই জুন, মঙ্গলবার ইসরাইলি প্রশাসন তাকে মুক্তি দিয়েছে।
আব্দুল্লাহর কাজিন ও সমাজ কর্মী মুস্তফা আবু জাবের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সীকে জানান, কারামুক্ত আব্দুল্লাহকে রাজধানী আম্মানের বাক্কা শরনার্থী শিবিরে তার বাসস্থানে পাঠানো হবে।
জর্ডানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল মামলাকা টিভিতে মুক্তির পর আব্দুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাইলি কারাগারের বাকী বন্দীদের মুক্তকরণের অনুরোধ করেন।
আব্দুল্লাহ জানান, ইসরাইলি কারাগারে তার বন্দীত্ব জীবন খুবই দুর্বিষহ ছিলো।
ফিলিস্তিন বংশোদ্ভূত আব্দুল্লাহ দখলদার ইসরাইলি জেলে জর্ডানের নাগরিক হিসাবে পুরনো কয়েদিদের মধ্যে অন্যতম।
২০০০ সালের পূর্বে ওয়ার্ক পারমিট নিয়ে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে কাজের সন্ধানে আসা আব্দুল্লাহ দখলদার ইহুদিদের আক্রোশের শিকার হয়ে ইসরাইলি কারাগারে বন্দী হন।