বিশ্ববাসীর নিকট দিনদিন জয়োনিস্ট ইসরাইলের মুখোশ উন্মোচনের ফলে পশ্চিমা বিশ্বেও ইসরাইলের প্রতি জনপ্রিয়তা তীব্রভাবে কমছে।
যুক্তরাজ্য ভিত্তিক জনমত ও তথ্য উপাত্ত নিয়ে কাজ করা, ইউগভের সাম্প্রতিক জরিপে জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে ইউরোপ জুড়ে ইসরাইলের জনপ্রিয়তা ব্যপকহারে কমছে।
জরিপটি জানায়, সরকারি নীতিমালা গ্রহণ ও ইসরাইলকে রাষ্ট্রীয় সমর্থন প্রদান স্বত্বেও শুধু ইউরোপ মহাদেশেই ইসরাইলের জনপ্রিয়তার কমপক্ষে ১৪ পয়েন্ট হ্রাস পেয়েছে।
ফ্রান্স ও জার্মানিতে ফিলিস্তিন বিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন স্বত্বেও ইসরাইলের জনপ্রিয়তা প্রতিনিয়ত আশ্চর্যজনক হারে কমছে।
জরিপে জানা যায়, জার্মানিতে জার্মান নাগরিকদের মধ্যে ইসরাইলের প্রতি জনপ্রিয়তা ১৪ পয়েন্ট কমেছে।
ফ্রান্সে ইসরাইলি জনপ্রিয়তা কমেছে ২৩ পয়েন্ট, যা ২০১৯ সালের মে মাসের পর ফরাসি নাগরিকদের মধ্যে সর্বনিম্ন ইসরাইলের প্রতি জনসমর্থন।
যুক্তরাজ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ইসরাইলের প্রতি জনসমর্থন কমেছে ২৭ পয়েন্ট, যা যুক্তরাজ্যে ২০১৬ সাল থেকে ইউগভের করা জরিপ মতে সর্বনিম্ন।
ডেনমার্কে ইসরাইলের প্রতি ড্যানিশ নাগরিকদের জনপ্রিয়তা কমেছে ২২ পয়েন্ট আর সুইডেনে ইসরাইলের প্রতি সুইডিশ নাগরিকদের জনপ্রিয়তা কমেছে ১৭ পয়েন্ট।