সৌদিতে মাহরাম ব্যতীত নারীদের একাকি বসবাসের অনুমতি দিয়েছে প্রিন্স সালমান

0
3200
সৌদিতে মাহরাম ব্যতীত নারীদের একাকি বসবাসের অনুমতি দিয়েছে প্রিন্স সালমান

বিতর্কিত সিদ্ধান্তের জন্য বিখ্যাত প্রিন্স সালমান এবার রাষ্ট্রের ইসলামি শরিয়াহকে উপেক্ষা করে জাজিরাতুল আরবের ভূমিতে অবিবাহিত, তালাকপ্রাপ্ত কিংবা বিধবা সব প্রকারের নারীদের পরিবারের মাহরাম বা অভিভাবক ব্যতীত একাকী বসবাসের সুযোগ করে দিয়েছে।

গত ১০ জুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা, মিডিল ইস্ট মনিটর জানায়, সৌদিআরবের বিতর্কিত প্রিন্স সালমান দেশটির শরিয়া আদালতের ১৬৯ অনুচ্ছেদের বি ধারাটির বিলুপ্তি ঘটিয়েছে। ফলে সৌদিআরবে নারীরা এবার মাহরাম বা অভিভাবক ব্যতীত পৃথক আবাসনে একাকী বসবাসের সুযোগ পাচ্ছেন।

তাছাড়াও এখন থেকে জেল ফেরত অপরাধী নারীদেরও পূর্বের ন্যায় বৈধ অভিভাবক বা মাহরামের নিকট তুলে দেয়ার নীতি সৌদিতে আর বহাল থাকছে না।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে প্রিন্স সালমান প্রশাসন ১৮ বয়ষোর্ধ সৌদি নারীদের অভিভাবকের অনুমতি ব্যতীত পরিচয়পত্রে নিজেদের নাম পরিবর্তনের সুযোগ করে দিয়েছে।

তাছাড়াও প্রিন্স সালমান ২০১৯ সালে ২১ বয়ষোর্ধ সৌদি নারীদের পাসপোর্ট করে অবাধে বিদেশ ভ্রমণের আইন পাশ করেছিল।

আরো উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সৌদিআরবের নারীরা রাস্তায় গাড়ি চালানোরও বৈধতা পেয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালিবান কর্তৃক উচ্চস্তরের সামরিক মহড়ার আশ্চর্যজনক ভিডিও প্রকাশ
পরবর্তী নিবন্ধখোরাসান | কাবুল বাহিনী থেকে আরো ২টি জেলা বিজয় করে নিয়েছেন তালিবান মুজাহিদিন