আফগানিস্তানের ঘোর প্রদেশের তালাক জেলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালিবান মুজাহিদিন।
রিপোর্ট অনুযায়ী, গত ১২ জুন শনিবার দুপুর ১১টা নাগাদ ঘোর প্রদেশের তালাক জেলার পুলিশ প্রধান ও আর্মি কমান্ডার নিজেদের ভুল বুঝতে পেরে সদলবলে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান মুজাহিদদের কাতারে শামিল হয়েছে।
তাদের এই আত্মশুদ্ধির ফলে, তলাক জেলার প্রশাসনিক কার্যালয়, পুলিশ সদর দফতরসহ বিভিন্ন অবকাঠামো তালেবান মুজাহিদদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কাবুল সৈন্যদের আত্মসমর্পণের পূর্বে জানবাজ মুজাহিদরা শুক্রবার রাতে জেলাটির প্রধান ঘাঁটিতে আক্রমণ করেছিলেন। এতে কাবুল বাহিনীর কমান্ডার ফজল আহমদ ও নিরাপত্তা পরিচালক শারাফুদ্দিন সহ বহু সৈন্য হতাহত হয়।
উল্লেখ্য অপারেশনে মুজাহিদরা ৮ জন কাবুল সৈন্যকে আটক করেছেন। এবং এসময় বিপুল পরিমাণ গোলাবারুদ গনিমত লাভ করেছেন।
ইসলাম এর বিজয়ে মুসলিম হাসে…। হাসে স্বাপ্নিক ইসলাম বিজেতারা