আফগানিস্তানের মুরতাদ কাবুল সরকারী বাহিনী থেকে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরো ৬টি জেলা কেন্দ্র বিজয় করে নিয়েছে তালিবান।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালিবান মুজাহিদিন কাবুলের পুতুল প্রশাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিজয় অভিযান অব্যাহত রেখেছেন। মুরতাদ কাবুল প্রশাসনের মধ্যে ভয় আর আতংক ছড়িয়ে পড়েছে। যার ফলে তালিবান মুজাহিদিন কোন জেলায় অভিযান শুরু করা মাত্রই মুরতাদ সেনারা ক্রমাগত জেলা এবং সামরিক ঘাঁটি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছে।
তালিবান মুজাহিদিন তাদের ক্রমাগত এই বিজয় অভিযানের মাধ্যমে গত ১৪ মে সোমবার দীর্ঘ ২৪ ঘন্টার লড়ায়ে কাবুল বাহিনী থেকে ৬টি জেলা বিজয় করতে সক্ষম হয়েছেন।
জেলাগুলো হলো-
১) সারিপুল প্রদেশের সাঈদ জেলা।
২) সারিপুল প্রদেশের গোসপান্দি জেলা।
৩) সারিপুল প্রদেশের সানচারক জেলা।
৪) উরুজগান প্রদেশের শোরা জেলা
৫) কুন্দুজ প্রদেশের খান-আবাদ জেলা।
৬) ফারাহ প্রদেশের আনার দানা জেলা।
এসব জেলায় অভিযানকালে তালিবান মুজাহিদদের হামলায় কমপক্ষে ১০৭ কাবুল সৈন্য নিহত এবং আরো ৫৯ এরও বেশি সৈন্য হতাহত হয়েছে। মুজাহিদগণ আটক করেছেন আরো ৫৪ কাবুল সৈন্যকে। অপরদিকে মুজাহিদগণ গনিমত লাভ করেছেন ৭৫টি বিভিন্ন ধরণের সাঁজোয়া যান, অগণিত অস্ত্রশস্ত্র গোলাবারুদ।
কাবুল সরকারের প্রাদেশিক কাউন্সিলরদের মতে, দীর্ঘদিন ধরে এসব জেলা কেন্দ্রগুলি তালিবান কর্তৃক অবরুদ্ধ থাকায় এখানে কোন সাহায্য পাঠানো সম্ভব হয়নি। তাই সেনারা জেলা কেন্দ্র ও ঘাঁটিগুলো ছেড়ে চলে এসেছে, কেউ কেউ সাঁজোয়া যান, তাদের সামরিক সরঞ্জাম ও গোলাবারুদও পেছনে ফেলে এসেছে।
স্থানীয় কর্মকর্তারা আরও বলেছিল যে, অনেক সেনা যারা পালানোর সময় পিছনে পড়ে গিয়েছিল, তাদের কী হয়েছিল তা তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পরিষ্কার না।
তালেবান কোন প্রদেশ পূর্ণ নিয়ন্ত্রনে নিতে পেরেছে?
এটি আমার ও জানার ইচ্ছে ছিলো।
আলহামদুলিল্লাহ
বিজয়ের এই ধারাবাহিকতা আরও বৃস্তিত হবে ইনশাআল্লাহ, ৩৪ টি প্রদেশের কটি প্রদেশ কালিমার পতাকাতলে?