আফগানিস্তানের ২টি প্রদেশ থেকে ১৬৮ কাবুল সেনা তালিবানদের নিকট আত্মসমর্পণ করেছে। এসময় তালিবান ১৩টি এলাকা, ১৯টি চৌকি ও ৫টি সামরিক ঘাঁটি বিজয় এবং ৭১টি ট্যাঙ্ক গনিমত লাভ করেছেন।
রিপোর্ট অনুযায়ী, গত ২০ জুন রবিবার, আফগানিস্তানের ফারয়াব প্রদেশের পাশ্তুন-কোট জেলায় মুরতাদ কাবুল বাহিনীর অবস্থানগুলোতে তীব্র হামলা চালিয়েছেন তালিবান মুজাহিদিন। এসময় মুজাহিদগণ ২০ হাজার মানুষের বসবাস এমন ১৩টি গ্রাম, ১৯টি সামরিক চৌকি এবং বড় বড় ৩টি সামরিক ঘাঁটি শত্রু মুক্ত করার মাধ্যমে বিজয় করে নিয়েছেন তালিবান মুজাহিদিন।
এছাড়াও প্রদেশটির আলমার জেলার খাজা উসমান অঞ্চলের বৃহৎ আরও একটি সামরিক ঘাঁটি দখল করেন মুজাহিদগণ। এসময় ঘাঁটিতে থাকা ৭২ সৈন্য নিজেদের অস্ত্রসহ তালিবানদের কাছে আত্মসমর্পণ করে। পরে মুজাহিদগণ ঘাঁটি থেকে ৭১টি ট্যাঙ্ক ও বিভিন্ন ধরণের সাঁজোয়া যান গনিমত লাভ করেন। এছাড়াও কামান এবং প্রচুর পরিমাণে অস্ত্রও তালিবান মুজাহিদদের হস্তগত হয়।
এমনিভাবে এদিন বলখ প্রদেশের চারবোলক জেলায় একটি তীব্র হামলা চালান তালিবান মুজাহিদিন। এসময় বিশাল একটি সামরিক ঘাঁটি দখলে নিতে সক্ষম হন মুজাহিদগণ। তালিবান মুজাহিদিন কর্তৃক ঘাঁটি অবরোধ ও বিজয়কালে মুরতাদ কাবুল সরকার কর্তৃক ঘাঁটিতে মোতায়েনকৃত ৯৬ কাবুল সৈন্য যুদ্ধ পরিত্যাগ করে তালিবানদের কাছে নিজেদের অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এছাড়াও অনেক সৈন্য পালিয়ে যায়।
তালিবানরা এই অভিযান শেষে অনেক হালকা ও ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও যানবাহন ইত্যাদি গনিমত লাভ করেছেন।
আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই এখন কত পার্সেন্ট ভূমি তালেবান মুজাহিদদের দখলে আছে?
এখন গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো তালেবানের নিয়ন্ত্রনের বাহিরে, তাইতো দখলে নেওয়ার জন্য তালেবান তীব্র আক্রমন করছে।