দখলকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় গত (রোববার) দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে ওই তিনজন নিহত হন। নিহত একজনের নাম মুদাচ্ছির।
কমান্ডার মুদাচ্ছির সম্প্রতি ৩ পুলিশ ও ২ মালাউন কাউন্সিলরের হত্যার সাথে যুক্ত ছিলেন বলে দাবি করেছে কাশ্মীরের ভারতীয় পুলিশের আইজি সন্ত্রাসী বিজয় কুমার।
এর আগে গত ১৬ জুন শ্রীনগরে একটি সংঘর্ষে একজন স্বাধীনতাকামী নিহত হয়েছিলেন। সোপিয়ানের বাসিন্দা নিহত ওই ওই স্বাধীনতাকামীর নাম উজায়ের আশরাফ দার।
তবে আশার কথা হল, জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
সূত্র : পার্সটুডে