রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের সামনের রাস্তা থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ জানান, খবর পেয়ে সকালে রাস্তার পাশ থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।
তিনি আরও জানান, মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। ধারণা করা হচ্ছে, কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছেন।
আহ! আল্লাহ তা’আলা এই উম্মাহকে সঠিক পথের দিশা দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
এ সবকিছুর মূল হলো, দেশে আল্লাহর শরীয়াহ ব্যবস্থা না থাকা। এসব কুফরী শাসন ব্যবস্থার কুফল। আল্লাহ তা’আলা অতি দ্রুত আমাদের এ সকল তন্ত্র মন্ত্র থেকে পরিত্রাণ দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
জালিমের প্রতন অতি নিকটে
আহ! আল্লাহ তা’আলা এই উম্মাহকে সঠিক পথের দিশা দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
এ সবকিছুর মূল হলো, দেশে আল্লাহর শরীয়াহ ব্যবস্থা না থাকা। এসব কুফরী শাসন ব্যবস্থার কুফল। আল্লাহ তা’আলা অতি দ্রুত আমাদের এ সকল তন্ত্র মন্ত্র থেকে পরিত্রাণ দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে, যা হয়।
This result of marriage restriction male-21 & female 18 low. previous time we saw a lot of legal marriage broken by our non-believer force. its inspire to social abuse, rape & etc. now i ask a question where our force, opposition party, islamic party & others. now they keep silent. actually our society is damage.