অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় পশ্চিম তীরের নাবলুস শহরের কুসরা গ্রামে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ওয়াফা নিউজে বলা হয়, ওই গ্রামের কাছাকাছি অবৈধ ইহুদি বসতি থেকে বসতি স্থাপনকারীরা এসে তাণ্ডব চালায়। ইসরায়েলি সৈন্যরা এ সময় বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়। স্থানীয় ফিলিস্তিনিরা এই তাণ্ডব প্রতিরোধে দাঁড়ালে ইসরায়েলি সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি শুরু করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিহত মুহাম্মদ ফরিদ হাসান ২০ বছর বয়সী তরুণ। ইহুদিদের হামলার সময় সে নিজ বাড়ির ছাদে অবস্থান করছিল। দখলদার সেনারা তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি সরাসরি তাঁর বুকে আঘাত হানে।
সম্প্রতি দখলদার ইহুদি বাসিন্দাদের আক্রমণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পূর্ব এসব ইহুদিরা দলবেঁধে ফিলিস্তিনিদের রাস্তায় একা পেলে হয়রানি করতো। বর্তমানে তারা ফিলিস্তিনি লোকালয়ে হামলা চালিয়ে আসছে। বরাবরই ইসরায়েলি সেনারা এসব ইহুদিদের আক্রমণে সুযোগ করে দিচ্ছে।
অন্যদিকে ফিলিস্তিনিরা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে প্রতিরোধ করতে গেলেই অভিশপ্ত ইহুদি সেনাদের গুলিতে নিহত হতে হয়।
ইজরায়েলের আজরাইল চলে আসছে..
ঐ শোনা যায় পদধ্বনি!!