হাসপাতালেই চিকিৎসককে পেটালো ছাত্রলীগ সন্ত্রাসীরা

2
1114
হাসপাতালেই চিকিৎসককে পেটালো ছাত্রলীগ সন্ত্রাসীরা

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত রবিবার (৪ জুলাই) রাত দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। বুধবার (০৭ জুলাই) মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত চিকিৎসক নাফিজ আহম্মদ’র সঙ্গে তর্ক-বিতর্ক করছেন একদল যুবক। এক পর্যায়ে তাকে মারধর শুরু করে দুই তিন জন। মারধরের এক পর্যায়ে ঘরের মধ্যে তিনি চলে যেতে চাইলে তাকে জামা ধরে দরজা থেকে টেনে এনে আবারও লাথি ও কিল ঘুষি মারতে থাকে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিব আহম্মেদ বলেন, গত রবিবার রাত দেড়টার দিকে জুয়েল রানা নামে এক যুবক বুকের ব্যথা নিয়ে স্ত্রীর সঙ্গে হাসপাতালে আসেন। সেসময় জরুরি বিভাগে ডিউটিরত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাফিজ আহম্মদ। জুয়েল রানাকে দেখে ব্যবস্থাপত্র দিয়ে তার স্ত্রী তানিয়াকে হাসপাতালের উপরের বেডে যেতে বলেন ডা. নাফিজ। স্বাস্থ্য পরীক্ষা করে সকালে ডাক্তার দেখাতে বলেন। এ সময় ডাক্তার ও রোগীর স্ত্রী তানিয়ার সঙ্গে তর্কবিতর্কের ঘটনা ঘটে।

এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ ও তার সহযোগী ইসরাফিল হোসাইন বাবু, সাদ্দাম হোসেন ও আমির হোসেন জরুরি বিভাগের সামনে এসে ডাক্তারকে ডাকেন। এক পর্যায়ে তারা ডাক্তারকে মারধর করে।

2 মন্তব্যসমূহ

  1. মুরতাদ ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হচ্ছে হাজারো নিরীহ মুসলিম, তাদের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে আমাদের সবাইকে,
    তাগুতের পোশা এই গুণ্ডাদলের উৎখাত নিশ্চিত করতে আমাদেরকে সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  2. মুরতাদ ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হচ্ছে হাজারো নিরীহ মুসলিম, তাদের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে আমাদের সবাইকে,
    তাগুতের পোশা এই গুণ্ডাদলের উৎখাত নিশ্চিত করতে আমাদেরকে সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করতে হবে।_
    #আসেম ওমর

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউভয় সঙ্কটে ফিলিস্তিনি মুসলিমরা : একদিকে ইসরায়েলের বোমা হামলা, আরেকদিকে আব্বাসের ধরপাকড়!
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | মুজাহিদদের কাছে সম্মিলিত কুফ্ফার জোটের সূচনীয় পরাজয়ের পরের চিত্র