সিরিয়ার ইদলিবে নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেখানেই কামানের গোলা নিক্ষেপ করে সন্ত্রাসী শিয়া আসাদ বাহিনী। এতে শিশুসহ পাঁচজন নিহত হন। খবর আরব নিউজের।
খবরে বলা হয়, নিহত পাঁচ জনের মধ্যে দুই শিশুও রয়েছে।
ইদলিব প্রদেশের ইহসিম শহরে শনিবার এ হামলা চালায় সরকারি বাহিনী।
এ প্রদেশে আসাদবিরোধীদের সর্বশেষ বৃহৎ ঘাঁটি।
ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, সদ্য বিয়ে করা এক পুরুষ আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ঘরে অতিথিরা এসেছিলেন। এ সময় ঘরে কামানের গোলা নিক্ষেপ করা হয়।
একই দিনে সারজা গ্রামে রকেট হামলা চালায় আসাদ বাহিনী। এ হামলায় নিহত হয়েছে ছয়জন।
এ নিয়ে শুধু শনিবার আসাদ এবং আসাদ সমর্থিত বাহিনীর হামলায় ইদলিবে ১১ জন মাজলুম সিরিয় সুন্নি মুসলিমের প্রাণ গেল।
আল্লাহ সিরিয়ার মুজাহিদদের শক্তিশালী করে দাও।
আল্লাহ তুমি সকল নির্জাতিত মুসলিম কে সাহায্য করো 🤲🤲🤲