নতুন বরকে সংবর্ধনা জানাতে আসা অতিথিদের ওপর আসাদ বাহিনীর হামলা, নিহত ৫

2
1041
নতুন বরকে সংবর্ধনা জানাতে আসা অতিথিদের ওপর আসাদ বাহিনীর হামলা, নিহত ৫

সিরিয়ার ইদলিবে নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেখানেই কামানের গোলা নিক্ষেপ করে সন্ত্রাসী শিয়া আসাদ বাহিনী। এতে শিশুসহ পাঁচজন নিহত হন। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, নিহত পাঁচ জনের মধ্যে দুই শিশুও রয়েছে।

ইদলিব প্রদেশের ইহসিম শহরে শনিবার এ হামলা চালায় সরকারি বাহিনী।

এ প্রদেশে আসাদবিরোধীদের সর্বশেষ বৃহৎ ঘাঁটি।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, সদ্য বিয়ে করা এক পুরুষ আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ঘরে অতিথিরা এসেছিলেন। এ সময় ঘরে কামানের গোলা নিক্ষেপ করা হয়।

একই দিনে সারজা গ্রামে রকেট হামলা চালায় আসাদ বাহিনী। এ হামলায় নিহত হয়েছে ছয়জন।

এ নিয়ে শুধু শনিবার আসাদ এবং আসাদ সমর্থিত বাহিনীর হামলায় ইদলিবে ১১ জন মাজলুম সিরিয় সুন্নি মুসলিমের প্রাণ গেল।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচরফ্যাশনে মাদক দিয়ে যুবককে ‘ফাঁসাতে’ গিয়ে ধরা পড়ল পুলিশ
পরবর্তী নিবন্ধখোরাসান | তীব্র লড়াইয়ের পর নাজরাব জেলা দখলে নিল তালিবান