আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ায় দেশটির মুরতাদ সেনাদের উপর একাধিক হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা শাখা হারাকাতুশ শাবাব।
দলটির অফিসিয়াল সংবাদ মাধ্যম ‘শাহাদাহ্ নিউজ’ এর রিপোর্ট অনুযায়ী, আজ ১৯ জুলাই সকালে, মধ্য সোমালিয়ার মাদাক রাজ্যের হানলাবী শহরে দেশটির মুরতাদ সামরিক বাহিনীর উপর হামলা চালিয়েছেন শাবাব মুজাহিদিন, এতে কমপক্ষে ৩ সৈন্য নিহত এবং আরও ৪ সৈন্য আহত হয়েছে।
এদিকে দেশটির রাজধানী মোগাদিশুর ইয়াকশাদ শহরের অন্যতম কর্মকর্তা ‘নুর আহমেদ গৌরী’ কে টার্গেট করেও এদিন সফল হামলা চালিয়েছেন মুজাহিদগণ। যার ফলে নুর আহমেদ গৌরী এবং অপর ২ পুলিশ সদস্য নিহত হয়েছে।
অপরদিকে সোমালিয়ার মাদাক রাজ্যের ক্বাইয়াদ এলাকায় সোমালি বিশেষ বাহিনী এবং সরকারী মিলিশিয়াদের দুটি আক্রমণ প্রতিহত করেছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। এসময় মুরতাদ সৈন্যরা তাদের ৫ সেনা সদস্যের মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়।