ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে নাবলুস শহরের কাছাকাছি বেইতা গ্রামে জারজ রাষ্ট্র ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত শুক্রবার (২৩ জুলাই) ওই গ্রামে স্থানীয় কৃষকদের কৃষিজমি দখলে নিয়ে বসতি স্থাপন করে ইহুদিরা। এর প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভে অংশ নিলে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হন এসব ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছেন, আহতদের মধ্যে তাজা বুলেটে বিদ্ধ হয়েছেন নয়জন, রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন ৩৪ জন এবং কাঁদানে গ্যাসে ৮৭ জন আহত হয়েছেন।
এর আগে গত মে মাসে বেইতা গ্রামের পাশে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা প্রকাশ করে। এ লক্ষ্যে বসতি স্থাপনকারী এই স্থানে এসে ঘর তৈরি শুরু করে।
তবে, বিক্ষোভের মুখে ইহুদি বসতি স্থাপনকারীরা এই মাসের শুরুতে বসতি ছাড়লেও ইসরায়েলি সামরিক বাহিনী এখনো দখল করা স্থানটি ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দেয়নি।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
হে আল্লাহ! এই জুলুমের সমাপ্তি টেনে দিন