আফগান তালিবানরা নিমরোজ প্রদেশের কাং (কানজ) জেলা কেন্দ্র ও এর সাথে সংশ্লিষ্ট সরকারি সকল স্থাপনার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় একজন তালেবান মুখপাত্র মুহতারা ক্বারী ইউসুফ আহমদি হাফিজাহুল্লাহ্ বৃহস্পতিবার নিমরোজ প্রদেশের কাং জেলা দখলের ঘোষণা দেন।
তাঁর মতে, গত (৪-৫ আগস্ট মধ্য) রাতে তালিবান মুজাহিদিনরা কাং জেলা কেন্দ্র, পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা অফিস এবং এর সাথে সংশ্লিষ্ট সরকারি সমস্ত স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সদস্যরা তাদের অস্ত্র ফেলে তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে। জেলাটি বিজয়ের ফলে তালিবান মুজাহিদিনরা বিপুল পরিমাণ অস্ত্র, যানবাহন ও গোলাবারুদ গনিমত পেয়েছেন।
Alhamdulillah vhai good news.
আলহামদুলিল্লাহ ,এভাবেই আল্লাহ আমাদের বিজয় দান করবেন আমরা আফগানে কিভাবে পৌচব
আলহামদুলিল্লাহ, এভাবে পুরো আফগান আমাদের হবে ইনশাআল্লাহ
Alhamdulillah.