খোরাসান | কুন্দুজ বিমানবন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন তালিবান

3
2116
খোরাসান | কুন্দুজ বিমানবন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন তালিবান

কুন্দুজ বিমানবন্দরে দায়িত্বরত কাবুল সরকারের কয়েক ডজন সৈন্য ও সরকারী কর্মকর্তাদের আত্মসমর্পণের পর, তালিবান মুজিহিদিনরা আজ কুন্দুজ বিমানবন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন।

ইমারতে ইসলামিয়ার পক্ষহতে বলা হয়েছে যে, তালিবান মুজাহিদিনরা আজ (১১ আগস্ট) বিকেলে কুন্দুজ বিমানবন্দরে প্রবেশ করেন এবং আশপাশের সমস্ত সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেন।

তালিবানের একজন মুখপাত্র জানান, কুন্দুজ অভিযানের সময় মুজাহিদিনরা বিপুল পরিমাণ অস্ত্র, যানবাহন ও সামরিক সরঞ্জামের পাশাপাশি কাবুল বাহিনীকে দেওয়া হিন্দুত্ববাদী ভারতের ২টি আধুনিক MI-35 হেলিকপ্টারও মুজাহিদগণ গনিমত পেয়েছেন।

IMG-20210811-184347

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরটি দখলের সঙ্গে সঙ্গে পুরো কুন্দুজ প্রদেশ তালিবানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে।

কাবুল সরকারের কমান্ডার আইনুল্লাহ সহ কয়েক ডজন সৈন্য আজ সকালে বিমানবন্দর থেকে শত শত হালকা ও ভারী অস্ত্র, বেশ কয়েকটি ট্যাংক ও যানবাহন, পাশাপাশি কুন্দুজের শেষ জেলা আলিয়াবাদ সহ তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে।

এদিন ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের ফারাহ প্রদেশে ইরানের গোয়েন্দা নজরদারী একটি ড্রোনও আটক করেছেন তালিবান মুজাহিদিনরা।

IMG-20210811-182344

উল্লেখ্য যে, তালিবান মুজাহিদিনরা এখন পর্যন্ত আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানী ও আড়াই শতাধিক জেলার নিয়ন্ত্রণ নিয়েছেন।

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | বাদাখশানের রাজধানী ফৈজাবাদের নিয়ন্ত্রণ নিয়েছেন তালিবান মুজাহিদিন
পরবর্তী নিবন্ধ‘আপত্তিকর অবস্থায় পেলে ১০০ টাকা জরিমানা ছাড়া পুলিশের কিছু করার নেই’