পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির মুরতাদ সেনাদের পোস্টে তীব্র হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ। এতে ৩ সেনা নিহত এবং আরও বেশ কিছু সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাতে বিপুল সংখ্যক টিটিপি যোদ্ধারা উত্তর ওয়াজিরিস্তানের মিরালি তহসিলের পাকিস্তান সেনা পোস্টে হামলা চালায়।
বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার ও বুধবার মধ্য রাতে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির-আলী সীমান্তের হিসোখেল এলাকায় অবস্থিত মুরতাদ সেনাদের একটি চৌকিতে হালকা ও ভারী অস্ত্র দিয়ে তীব্র হামলা চালিয়েছেন তেহরিক-ই-তালিবানের জানবায মুজাহিদগণ। এসময় টিটিপির সশস্ত্র মুজাহিদগণ মুরতাদ সেনাদের বেশ কয়েকজন সদস্যকে হত্যা ও আহত করেন।
পরে মৃত ও আহত সেনাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আহত সেনাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপরদিকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ বরকতময় এই হামলার সংবাদটি নিশ্চিত করে জানান যে, হামলায় পাকিস্তানী মুরতাদ বাহিনীর ৩ সেনা সদস্য নিহত এবং আরও বেশ কিছু সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।