বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ ম্যাপে যুক্ত করে সন্ত্রাসী বিজেপি নেতার পোস্ট

0
2305
বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ ম্যাপে যুক্ত করে সন্ত্রাসী বিজেপি নেতার পোস্ট

মালাউনদের কথিত ‘অখণ্ড ভারত’র মানচিত্রে বাংলাদেশকেও একীভূত করে বিজেপি নেতা দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। তার এই পোস্টে সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার (১৪ আগস্ট) দিলীপ তার ভেরিফায়েড পেজে এ পোস্ট দেয়।

সেখানে অদ্ভুত ধারণাপ্রসূত  ১৪ আগস্ট অখণ্ড ভারতের সংকল্প দিবস, শপথ গ্রহণের দিন’ উল্লেখ করে কথিত ‘অখণ্ড ভারত’র একটি চিত্র দেয় পশ্চিমবঙ্গ বিজেপির এই সভাপতি।

মানচিত্রের ওপরে লেখা, ‘কাশ্মীর হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, এই তো মোদের ভারতবর্ষ এই তো মোদের পূণ্যদেশ।’

দিলীপের এই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছে।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালেবানের আহ্বানে ‘হিজরত’ ও ভারতে আটকের দাবি ডিএমপি কমিশনারের : নতুন জঙ্গি-নাটকের মঞ্চ প্রস্তুত হচ্ছে কি.?!
পরবর্তী নিবন্ধদেশে সর্বশেষ অগ্রগতি ও উন্নয়ন সম্পর্কে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিবৃতি