মুরতাদ সোমালি সরকারকে আশ-শাবাবের মুজাহিদদের বিরুদ্ধে লড়তে ২২টি আর্মর্ড পার্সোনাল ক্যারিয়ার (APC) উপহার দিয়েছে গাদ্দার তুরস্ক। গতকাল ১৫ আগস্ট রাজধানী মোগাদিশুর এক অনুষ্ঠানে সোমালিয়ায় তুরস্কের দূত মেহমেত ইলমায, সোমালি মুরতাদ প্রশাসনের চীফ অফ জেনারেল স্টাফ ওদোয়া ইউসুফ রাগেহ এর কাছে এপিসিগুলো হস্তান্তর করে।
বিভিন্ন নিউজ পোর্টাল এর রিপোর্ট থেকে জানা গেছে, ২২টি এপিসির মধ্যে ১৪টি সেনা পরিবাহী এবং বাকি ৮টি “হেজহগ” মডেলের মাইন-প্রতিরোধী এপিসি। হেজহগ এপিসিগুলো বিশেষভাবে আশ-শাবাবের মুজাহিদদের বিরুদ্ধে তুরস্কের প্রশিক্ষিত মুরতাদ “গরগর” বাহিনীর কমান্ডোদের ব্যবহার করতে দেয়া হবে। বাকিগুলো অন্যান্য মুরতাদ আর্মি ইউনিটগুলোর মাঝে বন্টন করা হবে।
সোমালিয়ায় মুজাহিদদের বিরুদ্ধে ক্রমাগত সহায়তার পরিমাণ বাড়িয়েই যাচ্ছে তুরস্ক। আগস্টের শুরুর দিকেও তুরস্ক মুরতাদ সরকারকে ৩০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এর আগেও অনেকবার তুরস্ক ও কাতার মুজাহিদদের বিরুদ্ধে লড়তে সামরিক সরঞ্জাম অনুদান দিয়েছে সোমালিয়াকে, যদিও তার অধিকাংশই গণিমত হিসেবে মুজাহিদদের হাতে চলে গেছে। এখন আশ শাবাবের মুজাহিদদের হাতে তুরস্কের নির্মিত রাইফেল অহরহ দেখা যায়।
এদিকে সোমালিয়ায় কুফফাদের সংগঠন জাতিসংঘের কথিত শান্তিরক্ষা মিশন সমাপ্তির দোরগোড়ায় পৌঁছে গেছে। ২০ হাজার সেনা নিয়েও অল্পসংখ্যক মুজাহিদদের হাতে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়ে এ বছরের ডিসেম্বরে সোমালিয়া ছাড়ছে তারা।