নিজ বাড়ির সামনে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে মেক্সিকোর এক সাংবাদিক। বৃহস্পতিবার ভেরাক্রুজ প্রদেশে হত্যা করা হয় জাসিন্তো রোমেরো নামের ওই সাংবাদিককে।
গণমাধ্যম জানায়, গাড়ি নিয়ে বের হবার সময় হামলা হয় তার ওপর। স্থানীয় একটি রেডিওতে রাজনীতি ও ক্রাইম বিটে কর্মরত ছিল রোমেরো।
সহকর্মীদের দাবি, বেশ কিছুদিন ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছিল। পেশাগত কারণেই রোমেরোকে হত্যা করা হয়েছে বলেও ধারণা তাদের। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে সাংবাদিকরা।
মেক্সিকোয় চলতি বছরই হত্যাকাণ্ডের শিকার হন পাঁচ সংবাদকর্মী। পরিসংখ্যান বলছে, ২০০০ সাল থেকে দেশটিতে হত্যা করা হয়েছে ১৪১ সাংবাদিককে।
একেই বলে নিজের পাচাই কাপড় নাই, অন্যের মাথায় ঘোমটা দেয়। সন্ত্রাসী পশ্চিমা দেশগুলোতে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে আর তারা আফগানিস্তানে নারীদের শিক্ষা নিয়ে চিন্তিত।